ভোগান্তির আরেক নাম ঢাকা ময়মনসিংহ মহাসড়ক
বি এ রায়হান, গাজীপুর: টঙ্গী থেকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ১৩ কিলােমিটার অংশ নিয়ে যাত্রী সাধারণের দুশ্চিন্তার শেষ নেই। উনয়ন কাজের জন্য এখনই চলাচল করতে নানা সমস্যা হচ্ছে। বৃষ্টি শুরু হওয়ায় মানুষর ভােগান্তি আরও বেড়েছে। আজ বুধবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী অংশ পরিদর্শনে এসে বিআটি‘র অতিরিক্ত সচিব নিলিমা আক্তার বলেন, সড়ক সচল করতে পুরাদমে কাজ চলছে। ইতিমধ্যে প্রকল্পের ৫৫ ভাগ কাজ শেষ হয়ে গেছে। টঙ্গী কলেজ গেট থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত রাস্তার দুই পাশে চার লেনের রাস্তার কাজ আগামী এক মাসর মধ্যে শেষ হয়ে যাবে। তিনি আরা জানান, টঙ্গী থেকে জয়দেবপুর পর্যন্ত ১৩ কিলামিটার সড়কের বিভিন্ন স্থানে ফ্লাইওভার, ওভারপাস, সাধারণ যান চলাচলের পৃথক লেন নির্মাণ ও পানি নিস্কাশনের জন্য ড্রেনের নির্মাণকাজ একসঙ্গে চলছে, যার কােনাটিই শেষ হয়নি। তবে, আগামী বছরের জুন মাসের মধ্যে পুরা কাজ শেষ হওয়ার কথা রয়েছ। আশা করছি নির্ধারিত সময়ই কাজ শেষ হয়ে যাবে। সড়কের দুই পাশের ড্রেনগুলাে পরিস্কার করার কাজ চলছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী অংশ পরিদর্শনে এসে বিআরটি‘র অতিরিক্ত সচিব এসব কথা বলেন। এসময় আরা উপস্থিত ছিলেন, গাজীপুর মেট্রাপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার বরকতুল্লাহ খান, ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন, ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হাফিজুর রহমান, ট্রাফিক দক্ষিন জােনের সহকারী পুলিশ কমিশনার মোঃ শরিফ আহমেদ, টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মােঃ শাহ আলাম প্রমুখ।